ইনদওর: কর্মই ধর্ম। কনস্টেবল দিগ্বিজয় শর্মা হয়তো অক্ষরে অক্ষরে তা মেনেও চলেন। নাহলে কাজে যোগ দিতে এই অসাধ্যসাধন করেন!
কী করেছেন দিগ্বিজয়? কর্মক্ষেত্রে পৌঁছনোর জন্য পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন প্রায় সাড়ে চারশো কিলোমিটার। যার জন্য মধ্যপ্রদেশ পুলিশের এই কনস্টেবলকে মোট ২০ ঘণ্টা হাঁটতে হয়েছে!
২২ বছর বয়সী দিগ্বিজয়ের বাড়ি উত্তরপ্রদেশে। কাজ করেন মধ্যপ্রদেশ পুলিশবাহিনীতে। ছুটিতে বাড়িতে এসেছিলেন। করোনা পরিস্থিতিতে দেশজুড়ে যখন লকডাউন, কার্যত জরুরি অবস্থা চলছে, তখন বাড়িতেই আটকে পড়েছিলেন তিনি। সিনিয়র পুলিশকর্মীরা তাঁকে বাড়িতেই থাকতে বলেছিলেন। তবে দায়িত্ব পালন করতে তিনি বদ্ধপরিকর। গণপরিবহণ বন্ধ। অগত্যা পায়ে হেঁটেই তিনি পৌঁছন কর্মস্থলে।
পরে সংবাদসংস্থাকে দিগ্বিজয় বলেন, ‘আমি আমার বসের সঙ্গে যোগাযোগ করি। উনি পাচোর থানার ইন্সপেক্টর। তাঁকে বলি দেশে যখন এইরকম পরিস্থিতি, তখন কাজে যোগ দিতে চাই। তবে গণপরিবহণ বন্ধ বলে উনি নিষেধ করেন।’
কেমন ছিল পায়ে হেঁটে এই দীর্ঘ সফর? দিগ্বিজয় বলেছেন, ’২৫ মার্চ সকালে উত্তরপ্রদেশের ইটাওয়া থেকে রওনা হই। প্রায় ২০ ঘণ্টা হেঁটেছি। মাঝে মধ্যে কয়েকটা বাইকের কাছে লিফট পেয়েছিলাম। শনিবার (২৮ মার্চ) রাতে রাজগড়ে কর্মস্থলে পৌঁছই। তারপর বসকে জানাই।’
রাজগড় পুলিশের সুপারিন্টেডেন্ট প্রদীপ শর্মা বলেছেন, ‘আমি রাজ্য পুলিশের ডিজিকে অনুরোধ করে চিঠি লিখব যাতে ওকে একটা সংশাপত্র দেন।’
কাজে যোগ দিতে বদ্ধপরিকর, উত্তরপ্রদেশ থেকে ৪৫০ কিলোমিটার হেঁটেই কর্মস্থলে পৌঁছলেন মধ্যপ্রদেশ পুলিশের কনস্টেবল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Mar 2020 10:15 PM (IST)
রাজগড় পুলিশের সুপারিন্টেডেন্ট প্রদীপ শর্মা বলেছেন, ‘আমি রাজ্য পুলিশের ডিজিকে অনুরোধ করে চিঠি লিখব যাতে ওকে একটা সংশাপত্র দেন।’
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -