মোবাইল ছিনতাই চক্রে পুলিশ অফিসারের মেয়ে!
Web Desk, ABP Ananda | 24 Oct 2016 06:33 PM (IST)
নয়াদিল্লি: মোবাইল ফোন ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠল খোদ পুলিশ আধিকারিকের মেয়ের বিরুদ্ধেই। পুলিশ সূত্রে খবর, উত্তর পশ্চিম দিল্লির মুখার্জী নগর এলাকা থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন দিল্লি পুলিশের এক এসআই-এর মেয়ে। উত্তর পশ্চিম দিল্লির ডিসিপি জানিয়েছেন, দুই অভিযুক্তের টার্গেট হত পথচারী একা মেয়েরা। রাস্তায় একা কাউকে দেখলে জরুরি প্রয়োজন বলে তাঁদের ফোন থেকে কল করতে চাইত তারা। এরপর ফোন হাতে পেয়ে গাড়ি নিয়ে দিত চম্পট। গাড়িতে থাকত না কোনও নম্বর প্লেটও। পুলিশ জানিয়েছে, তারা যে গাড়িটি ব্যবহার করছিল, তাতে কোনও নম্বর প্লেট না থাকায় সন্দেহ হয় পুলিশের। মূলত মডেল টাউন, মুখার্জী নগর, মৌরিশ নগর, রূপ নগর এবং ওই চত্বরেই মোবাইল ছিনতাইয়ের জাল বিস্তার করেছিল তারা। ওই এলাকা থেকে মোবাইল চুরির খবর বেশি আসায় তদন্তও শুরু করে পুলিশ। জেরায় বিবাহিত ওই তরুণী জানিয়েছে, সে দিল্লি বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক। তার একটি আট বছরের ছেলেও রয়েছে। কিন্তু সংসারে শান্তি নেই। স্বামীকে সাজা দিতে গুন্ডা ভাড়া করতেই এই পথে অর্থ উপার্জনে নেমেছে সে। অপর অভিযুক্ত নীরজ, সেও বিবাহিত। তারও স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নয়। তারও বছর পাঁচেকের মেয়ে রয়েছে।