মুম্বই: বাড়ি থেকে পাকড়াও করার আগে, ইকবাল কসকরকে নৈশাহারের বিরিয়ানি শেষ করার সময় দিয়েছিল পুলিশ।


তোলা চেয়ে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে সোমবার রাতে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ছোট ভাই ইকবাল কসকরকে গ্রেফতার করে ঠাণে পুলিশের স্পেশাল সেল।


এদিন এক পুলিশ আধিকারিক জানান, পুলিশের আচমকা অভিযানে অপ্রস্তুত হয়ে পড়ে ইকবাল। জানতে চায়, কী এমন অপরাধ করেছে সে?  ওই আধিকারিক বলেন, গতকাল রাত সওয়া ৯টা নাগাদ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে মধ্য-মুম্বইয়ের নাগপদা অঞ্চলের সোফিয়া জুবের রোডে গর্ডন হল অ্যাপার্টমেন্টে হানা দেয় ঠাণে পুলিশের কুইক রিয়্যাকশন টিম (কিউআরটি)।


পুলিশ অফিসার জানান, সেখানে দাউদের প্রয়াত বোন হাসিনা পার্কারের বাড়িতে রাতের খাবারে বিরিয়ানি খাচ্ছিল ইকবাল। সামনে টিভিতে চলছিল কৌন বনেগা কড়োরপতি রিয়্যালিটি শো। পুলিশি অভিযানে চমকে ওঠে ইকবাল। প্রশ্ন করে, আমি আবার কী করলাম।


যদিও, পুলিশ সেই সময় তার কোনও প্রশ্নের জবাব না দিয়ে তাড়াতাড়ি বিরিয়ানি শেষ করতে বলে। খাবার শেষ হতেই, অত্যন্ত দ্রুত কসকর সহ চারজনকে গ্রেফতার করে রওনা দেয় পুলিশ। প্রায় ৩০-৪০ কিলোমিটার যাওয়ার পর ইকবালকে তার বিরুদ্ধে থাকা অভিযোগ জানানো হয়।


পুলিশ জানিয়েছে, মুম্বইতে দাউদের সাম্রাজ্য দেখভাল করত ইকবাল। কসকর ও তার শাগরেদদের বিরুদ্ধে তোলাবাজির চক্র চালানোর একাধিক অভিযোগ রয়েছে। তারা মূলত, বিল্ডার, জমির মালিক, ব্যবসায়ী ও স্বর্ণ-ব্যবসায়ীদের তোলা চেয়ে হুমকি দিত। ইকবাল ছাড়াও গ্রেফতার করা হয় হাসিনা পার্কারের দেওর ইকবাল পার্কার, মাদক-মাফিয়া মহম্মদ ইয়াসিন খোয়াজাকে।