বেঙ্গালুরু: বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক খাকি উর্দিধারীর সহৃদয় অভিব্যক্তি। বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা না। গুলি না। টিয়ার গ্যাস না। জাতীয় সঙ্গীত গেয়ে জনতাকে ছত্রভঙ্গ করেছিলেন সেই পুলিশ আধিকারিক। তাঁর সঙ্গে সমবেত কণ্ঠে ‘জন গণ মন’ গেয়ে ছিল আন্দোলনকারীরা। ২৪ ঘণ্টার মধ্যেই ফের শিরোনামে এল পুলিশের ‘মানবধর্ম’। বৃহস্পতিবার সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করতে গিয়ে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক হন ৬১ বছরের ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। বন্দিদশায় রামচন্দ্র গুহকে লাঞ্চ দিয়েছে পুলিশ। টমেটোর সঙ্গে সাম্বার রাইস ও দই ভাত দেওয়া হয়েছিল ইতিহাসবিদকে। শুধু রামচন্দ্র গুহই নন, তাঁর সঙ্গে আটক হওয়া আরও প্রবীণ নাগরিকদেরও লাঞ্চ দিয়েছে পুলিশ।
বেঙ্গালুরুর অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার কে গৌড় জানিয়েছেন, “আমরা পুলিশের আগেও মানুষ। যেহেতু আইনের চোখে সবাই সমান, তাই সবার প্রতি সমানভাবেই শ্রদ্ধাশীল হওয়া উচিত। যেহেতু গুহ সহ আরও একাধিক প্রবীণ নাগরিক বেশ কয়েক ঘণ্টা আটক ছিলেন, আমরা তাঁদের খাবারের বন্দোবস্ত করি। কাছাকাছি জায়গা থেকেই নিরামিষ খাবারের আয়োজন করা হয়।”
আজ সকালেই আটক হওয়া সকলকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই সংবাদসূত্রের খবর। মুক্তির পর পুলিশের এমন সহৃদয় ব্যবহারের জন্য রামচন্দ্র গুহ সহ আরও ১২০ জন আন্দোলনকারী উর্দিধারিদের প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেছেন তাঁরা।