শ্রীনগর: বুরহান ওয়ানির মৃত্যুর পর উপত্যকায় নতুন হিজবুল প্রধানের সন্ধান পেল পুলিশ। সম্প্রতি নয়া এই হিজবুল নেতা জাকির রসিদের দুটি ভিডিও সামনে আসে। এর ভিত্তিতেই নিরাপত্তাকর্মীরা উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করেছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় জাকির রসিদের একটি ডেরার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকেই হিজবুল নেতার জামা-কাপড় ও কয়েকটি ভিডিও রেকর্ডিং উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, নিরাপত্তাকর্মীরা জাকিরের সন্ধান খুব শীঘ্রই পেয়ে যাবে। প্রসঙ্গত, সম্প্রতি এক ভিডিওয়ে জাকির দাবি করেছে, তার কাছে সমস্ত গুপ্তচরদের খবর আছে, যারা নিরাপত্তা কর্মীদের হয়ে কাজ করে। এই ভিডিওগুলো পুলিশ পুলওয়ামায় রসিদের ডেরা থেকেই উদ্ধার করেছে। এছাড়াও ট্রলে বাটিপোরা দাদসারা গ্রামে রসিদের অপর এক ডেরার সন্ধান পেয়েছে পুলিশ।
তবে ট্রলের যে বাড়িতে রসিদের স্টুডিওর সন্ধান পেয়েছে পুলিশ, সে বাড়ির মালিক পলাতক।
এবার নতুন হিজবুল প্রধান জাকির রসিদের সন্ধানে পুলিশ, চলছে চিরুনি তল্লাশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Dec 2016 09:07 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -