সাইকেলে গাড়ির ধাক্কা, পথেই পিষে গেল দম্পতির বাড়ি ফেরার স্বপ্ন, ২ সন্তান ভর্তি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2020 03:29 PM (IST)
সাইকেলে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে।
লখনউ: কর্মসূত্রে থাকতেন উত্তরপ্রদেশের লখনউয়ে। লকডাউনে সেখানেই আটকে পড়েছিলেন ছত্তীসগঢ়ের এক শ্রমিক দম্পতি। অবশেষে বাড়ি ফেরার মরিয়া চেষ্টায় সাইকেলে চেপেই পাড়ি দিয়েছিলেন ছত্তীসগঢ়ের উদ্দেশে। তবে সেই চেষ্টা আর পূর্ণ হল না। পথেই পিষে গেল তাঁদের স্বপ্ন। সাইকেলকে ধাক্কা মারল গাড়ি। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁদের ২ সন্তান গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছে। লকডাউনের আবহে দীর্ঘদিন বাড়িছাড়া ছত্তীসগঢ়ের বাসিন্দা কৃষ্ণা ও প্রমিলা সাউ। উত্তরপ্রদেশের লখনউতে শ্রমিকের কাজ করতেন তাঁরা। সাইকেলে করে বাড়ি ফেরার পথে লখনউয়ের শহিদ পাঠ এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের। দম্পতির সঙ্গেই তাঁদের দুই সন্তান ছিল বলেও জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারাই গিয়ে দম্পতির সন্তানদের উদ্ধার করে নিয়ে আসে। তবে কোনও গাড়ি এই দম্পতিকে ধাক্কা মেরেছে বা কোন গাড়িতে তাঁদের দুর্ঘটনা ঘটেছে তার খোঁজ করছে পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে দম্পতির একটি ছবিও খুঁজে পেয়েছে পুলিশ। লখনউতে জানকী পুরম এলাকার একটি বস্তিতে থাকতেন তাঁরা। সাইকেলে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। খবর পেয়ে শেষকৃত্যের জন্য লখনউ পৌঁছয় মৃতদের পরিবার। কৃষ্ণের দাদা রাজকুমার জানিয়েছেন, 'লকডাউনে ভাইয়ের কোনও কাজ ছিল না। জমানো সব টাকা খরচ হয়ে গিয়েছিল। সে জন্যই বাধ্য হয়ে বাড়ি ফিরছিল ওরা।'