উদয়পুর: পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা রাজস্থানের উদয়পুরে একদিনে রেকর্ড সংখ্যক মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর এল। একদিনে ৫৯জন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯-এ। যা জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসন ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

৪টি পুলিশ থানার অন্তর্গত এলাকায় কার্ফু জারি করা হয়েছে। হরিদাস জি কী মাগরি, বাপুবাজারের মতো এলাকা সিল করে দেওয়া হয়েছে।

এর আগে পর্যন্ত উদয়পুরে সংক্রমণের খবর ছিল নামমাত্র। ৮ মে প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে, ১৫জন করোনা আক্রান্ত রয়েছেন উদয়পুরে। যে সংখ্যাটা একলাফে অনেকটাই বেড়ে গেল।