Covaxin Corona Vaccine Approved: জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য দেশে তৈরি Covaxin-এ অনুমোদন দিল বিশেষজ্ঞ কমিটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jan 2021 08:13 PM (IST)
দুই টিকাকেই চূড়ান্ত অনুমোদন দেবে DGCI বা ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া।
নয়াদিল্লি: বিরাট লাফ দিল ভারতীয় চিকিৎসা ব্যবস্থা। ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন করেছে সাবজেক্ট এক্সপার্ট কমিটি। তবে সরাসরি নয়, আপাতত তা ব্যবহার করা যাবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে। গতকালই সাবজেক্ট এক্সপার্ট কমিটি বা SEC অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকাকেও সীমিত কিছু ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ব্যবহারের সিলমোহর দিয়েছে।
দুই টিকাকেই চূড়ান্ত অনুমোদন দেবে DGCI বা ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া।
DGCI-এর অনুমোদন পেয়ে গেলে ভারত বায়োটেক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং ICMR-এর প্রচেষ্টায় তৈরি কোভ্যাক্সিনই হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম করোনা টিকা। গতকাল টিকা প্রস্তুতের দায়িত্বে থাকা হায়দরাবাদের ভারত বায়োটেকের কাছে আরও তথ্য চায় করোনা টিকার কার্যকারিতা পরীক্ষার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ কমিটি, বলে, যে তথ্য এসেছে, তা জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার জন্য যথেষ্ট নয়। এর পর আজ বিকেলে বিশেষজ্ঞ কমিটি বৈঠকের জন্য ডেকে পাঠায় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেককে। দিয়ে দেয় টিকা ব্যবহারের সম্মতি।
এর আগে বিশেষজ্ঞ কমিটি অনুমোদন দেয় সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সহযোগিতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড করোনা টিকাকে। এটিই প্রথম টিকা যা ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। তবে DGCI-এর অনুমোদন এখনও পাওয়া যায়নি।
কেন্দ্র জানিয়েছে, তারা করোনার টিকাকরণের প্রথম পর্যায়ে ৩০ কোটি মানুষকে টিকা দিতে চায়। এই ৩০ কোটির মধ্যে রয়েছেন ১ কোটি স্বাস্থ্যকর্মী, সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করা ২ কোটি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী ও ২৭ কোটি বয়স্ক নাগরিক, যাঁদের বয়স ৫০-এর ওপর এবং যাঁদের কোমর্বিডিটি রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, টিকাকরণ সম্পর্কে যেন কোনও মিথ্যে খবর না ছড়ানো হয়, কেন্দ্রীয় সরকারের প্রাথমিক দায়িত্ব হল, দেশের মানুষের প্রাণ বাঁচানো। ভারতের টিকাকরণ অভিযান বিশ্বের সর্ববৃহৎ হতে চলেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -