নয়াদিল্লি: সারা বিশ্বজুড়েই করোনাভাইরাসের দাপট অব্যাহত। পরিস্থিতি মোকাবিলায় সারা বিশ্বেই বিজ্ঞানী ও গবেষকরা প্রতিষেধক তৈরির জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছেন। ইতিমধ্যেই রাশিয়া বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি তৈরির দাবি করেছে। যদিও এই দাবি নিয়ে বিতর্ক রয়েছে। এরইমধ্যে জানা গেছে, স্পুটনিক ভ্যাকসিন নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করল রাশিয়া।
সূত্রের খবর, স্পুটনিক ভি সম্পর্কে যাবতীয় তথ্য পেল ভারত। জানা গেছে, এই বিষয়টি নিয়ে রশিয়া ভারতের বায়োটেকনলজি বিভাগ, ইসিএমআর-এর সঙ্গে যোগাযোগ করে। সূত্রের খবর, আজ স্বাস্থ্যমন্ত্রকে বৈঠকে উপস্থিত ছিলেন রুশ রাষ্ট্রদূতও। এই বৈঠকেই ভ্যাকসিন সংক্রান্ত তথ্য রাশিয়া দিয়েছে বলে সূত্রের খবর।
করোনা ভ্যাকসিন স্পুটনিক নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ রাশিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Aug 2020 11:34 AM (IST)
সারা বিশ্বজুড়েই করোনাভাইরাসের দাপট অব্যাহত। পরিস্থিতি মোকাবিলায় সারা বিশ্বেই বিজ্ঞানী ও গবেষকরা প্রতিষেধক তৈরির জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছেন। ইতিমধ্যেই রাশিয়া বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি তৈরির দাবি করেছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -