নয়াদিল্লি: দেশে করোনাভাইরাস আক্রান্তের গ্রাফ নিম্নমুখী হলেও পরিসংখ্যাণে ওঠা-নামা অব্যাহত রয়েছে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যাণ অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১২,০৫৯। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১১,৮০৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৮ জন করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৮ লক্ষ ২৬ লক্ষ ৩৬৩। এরমধ্যে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৭৬৬।



গত একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৫ লক্ষ ২২ হাজার ৬০১। করোনা আক্রান্ত হয়ে দেশে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৯৯৬ জন।
এরইমধ্যে টিকাকরণ অভিযানে দেশে এখনও পর্যন্ত ৫৭ লক্ষ ৭৫ হাজার ৩২২ জনকে টিকা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে দেশে করোনার বিরুদ্ধে টিকাকরণ শুরু হয়েছে। এরইমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, দেশে আরও সাতটি কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করছেন এবং দেশের প্রত্যেক নাগরিকের টিকা প্রদানের লক্ষ্যে কাজ করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, এখনও পর্যন্ত খোলাবাজারে ভ্যাকসিন সরবরাহের কোনও পরিকল্পনা নেই। পরিস্থিতি অনুযায়ী, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। হর্ষবর্ধন আরও বলেছেন, পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণের প্রক্রিয়া মার্চে শুরু হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা শুধুমাত্র দুটি টিকার ওপর নির্ভরশীল নয়। কারণ, দেশে আরও সাতটি টিকা নিয়ে কাজ চলছে। এছাড়াও আরও বেশি টিকা তৈরির জন্যও কাজ চলছে। কারণ, ভারত একটি বড় দেশ। এখানে বেশি টিকা ও গবেষণার প্রয়োজন।

এরইমধ্যে শনিবারের পরিসংখ্যাণ অনুযায়ী, শুক্রবার দেশের মোট করোনা আক্রান্তর সংখ্যা ছিল ১ কোটি ৮ লক্ষ ১৫ হাজার ২২২। পাশাপাশি মহামারীতে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৯১৮। শনিবারের পরিসংখ্যাণ অনুযায়ী, দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ১১ হাজার ৭১৩।মৃতের সংখ্যা ছিল ৯৫। সুস্থর সংখ্যা ছিস ১৪,৪৮৮ জন।