ভোপাল: সাফল্য পেল যুবসম্প্রদায়ের মাধ্যমে মধ্যপ্রদেশে করোনভাইরাস সম্পর্কে রাজ্যপাল লালজি ট্যান্ডনের সচেতনতা প্রসারের উদ্যোগ। এমনই জানানো হয়েছে রাজভবনেপ পক্ষ থেকে। লকডাউন চলাকালে ছাত্রছাত্রীদের দ্বারা ইমেল, হোয়াটস্যাপ ও এসএমএসের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চল, সম্প্রদায় ও ব্যক্তি সহ জনগনের একটা বিপুল অংশের কাছে করোনা থেকে সুরক্ষিত থাকার উপায় সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়া গিয়েছে।
রাজ্যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির দ্বারা পড়ুয়া ও কৃষকদের ১ কোটি ৩৪ লক্ষ ৫৭ হাজার ৬৭২ টি সচেতনতামূলক বার্তা পাঠানো হয়েছে। রাজ্যের ২১ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে লকডাউন চলাকালে ২৩ লক্ষ ১৬ হাজার ১৭৯ ছাত্র-ছাত্রীকে ইমেল,এসএমএস, হোয়াটস্যাপের মাধ্যমে করোনা থেকে সুরক্ষিত থাকার উপায় সংক্রান্ত সতর্কতামূলক ৭০ লক্ষ ৫২ হাজার ৭৬১ বার্তা পাঠানো হয়েছে।
রাজ্যের কৃষকদের ৬৪ লক্ষ ৯৬ হাজার ৬৬৩ বার্তা এবং ৫ লক্ষ ৫৬ হাজার ৯৮ ইমেলের মাধ্যমে করোনাসংক্রান্ত সচেতনতামূলক বার্তা পাঠানো হয়েছে। এছাড়াও কৃষি ও পশু চিকিত্সা বিশ্ববিদ্যালয় সহ পাঁচ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কৃষকদের ৬৪ লক্ষেরও বেশি বার্তা পাঠানো হয়েছে।
রাজ্যপালের সচিব মনোহর দুবে জানিয়েছেন, পড়ুয়াদের মাধ্যমে তাঁদের পরিবার ও আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে বার্তা প্রসারিত হওয়ায় জনসংখ্যার একটি বড় অংশকে করোনা সম্পর্কে সচেতন করা গিয়েছে।