নয়াদিল্লি: ভারতে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যার ক্ষেত্রে বিশ্বে ইন্দোনেশিয়ার পর ১৬ তম স্থানে ভারত। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা এখন কমে হয়েছে ১ লক্ষ ৬৮ হাজার। দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। সেইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,০৫২ জন। মৃতের সংখ্যা ১২৭। গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যা ১৩,৯৬৫।
স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তর সংখ্যা ১ কোটি ৭ লক্ষ ৪৬ হাজার ১৮৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ২৭৪ জনের।এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লক্ষ ২৩ হাজার ১২৫ জন।
আইসিএমআর জানিয়েছে, ৩০ জানুয়ারি পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণের জন্য মোট ১৯ কোটি ৬৫ লক্ষ ৮৮ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে গতকাল করা হয়েছে ৭.৫০ লক্ষ নমুনা পরীক্ষা। স্বস্তির খবর, দেশে মৃত্যুর হার ও অ্যাক্টিভ আক্রান্তর হার ক্রমশ কমছে। করোনায় দেশে মৃত্যুর হার ১.৪৪ শতাংশ। অন্যদিকে, সুস্থতার হার ৯৭ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের হার পৌনে দুই শতাংশের কম।
এখনও পর্যন্ত দেশে ৩৭ লক্ষের বেশি স্বাস্থ্যকর্মীকে করোনা টিকা প্রদান করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গতকাল টিকাকরণের ১৫ তম দিনে ২,৪৪,৩০৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাদানের পর পার্শ্বপ্রতিক্রিয়ার ৭১ টি ঘটনা সামনে এসেছে। টিকা দেওয়া হয়েছে, এমন স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ৩৭,৪৪,৩৩৪ জন।
এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ৪,৬৩,৭৯৩ জন স্বাস্থ্যকর্মীর টিকাকরণ হয়েছে। এরপরেই রয়েছে রাজস্থান।সেখানে ৩,২৬,৭৪৫ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে এই সংখ্যা ২,৭৩,৮৭২, মহারাষ্ট্রে ২,৬৯,০৬৪। ভারতে সবচেয়ে দ্রুত ১০ লক্ষ মানুষকে টিকাদানের লক্ষ্য পূরণ করা হয়েছে।
অন্যদিকে, ২০ লক্ষ ও ৩০ লক্ষ মানুষকে টিকাদানের ক্ষেত্রেও ভারত সবার আগে রয়েছে।
Coronavirus in India: দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩,০৫২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Jan 2021 11:24 AM (IST)
ভারতে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যার ক্ষেত্রে বিশ্বে ইন্দোনেশিয়ার পর ১৬ তম স্থানে ভারত। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা এখন কমে হয়েছে ১ লক্ষ ৬৮ হাজার। দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। সেইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,০৫২ জন। মৃতের সংখ্যা ১২৭। গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যা ১৩,৯৬৫।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -