নয়াদিল্লি: করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে সারা দেশেই বন্ধ স্কুল-কলেজ। এরইমধ্যে সূত্রের খবর, স্কুল খোলার ব্যাপারে কেন্দ্র সরকার এখনও কোনও সময় স্থির করেনি। সূ্ত্রের খবর, স্কুল কবে খুলবে তা নির্ভর করেছে করোনা সংক্রান্ত পরিস্থিতির ওপর।
উল্লেখ্য, কিছু দিন আগে খবর সামনে এসেছিল যে, সরকার স্কুল খোলার ক্ষেত্রে সম্মতি দিতে পারে। যদিও সরকারি সূত্রের খবর, এ ব্যাপারে এখনও সময় স্থির করা হয়নি। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিস্থিতির উন্নতি হলেও সেপ্টেম্বরে দশম শ্রেণী পর্যন্ত স্কুল খুলছে না।উচ্চমাধ্যমিক অর্থাত্ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খুলতে পারে।
এর আগে খবর সামনে এসেছিল যে, শিক্ষক দিবসের পর সরকার স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। সারা দেশজুড়ে আনলকের পরবর্তী পর্ব সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এজন্য অগাস্টের শেষ দিকে নির্দেশিকা জারি হতে পারে।