নয়াদিল্লি: অপেক্ষা আর মাসখানেকের কিছুটা বেশি। ডিসেম্বরেই চলে আসতে পারে করোনা ভাইরাসরোধী ভ্যাকসিন। ভারতের বাজারে তা আসতে পারে আগামী বছরের শুরুতেই। তেমনটাই ইঙ্গিত দিয়েছেন সিরাম সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা।


অক্সফোর্ড ও অ্য়স্ট্রোজেনিকার সঙ্গে গাঁটছড়া বেঁধে ভ্যাকসিন তৈরির কাজ চালাচ্ছে সিরাম ইনস্টিটিউট। পুনাওয়ালা এক সাক্ষাৎকারে জানিয়েছেন ডিসেম্বরেই চলে আসতে পারে করোনার ভ্যাকসিন। যা বাজারজাত করতে তৎপরতার সঙ্গে এমার্জেন্সি লাইসেন্সের জন্য আবেদন করতে চলেছে তাঁর সংস্থা।

পুনাওয়ালা বলেছেন, এমার্জেন্সি লাইসেন্সের জন্য আবেদন না করলেও ডিসেম্বরের মধ্যে আমাদের ট্রায়ালের কাজ শেষ হয়ে যাবে। তেমনটা হলে জানুয়ারিতেই ভারতের বাজারে চলে আসবে ভ্যাকসিন। ব্রিটেনে শেষ পর্বের ট্রায়াল চলছে, তারা যদি দু-তিন সপ্তাহ পর জানায় পুরো প্রক্রিয়া নিরাপদে সম্পন্ন হয়েছে তাহলেই আমরা এমার্জেন্সি লাইসেন্সের জন্য আবেদন করব। ভারত সরকারেও তেমনটাই চাইছে।