লুধিয়ানা: লুধিয়ানাতে নিখোঁজ ১৬৭ জন সন্দেহভাজন কোভিড-১৯ আক্রান্ত। তাঁদের মধ্যে মাত্র ২৯ জনের হদিশ মিলেছে। শহরের সিভিল সার্জেন ডা. রাজেশ বাগ্গা এ কথা জানিয়েছেন।
বিদেশ থেকে দেশে ফিরেছেন, এমন লোকজনদের একটি তালিকা পঞ্জাবের মেডিক্যাল আধিকারিকরা পেয়েছিলেন। তাঁদের মধ্যে কোনও সংক্রমণ রয়েছে কিনা, তা যাচাই করতে ওই ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছেন স্বাস্থ্য আধিকারিকরা।
বাগ্গা জানিয়েছেন, বিদেশ থেকে আগত লোকজনদের খোঁজ করার জন্য দুটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশকে ১১৯ জনের খোঁজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা এখনও পর্যন্ত ১২ জনকে খুঁজে পেয়েছে। অন্য দল ছিল স্বাস্থ্য বিভাগের। তাদের ৭৭ জনকে খোঁজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দল মাত্র ১৭ জনের হদিশ পেয়েছে। লুধিয়ানায় বাকি ১৬৭ জন নিখোঁজ।
তিনি বলেছেন, পাসপোর্টে ভুল ঠিকানা বা টেলিফোন নম্বর থাকার কারনেই তাঁদের হদিশ করা যায়নি। তিনি বলেছেন, আমাদের দল সক্রিয় রয়েছে এবং ওই ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে। খুব শীঘ্রই খুঁজে বের করা যাবে।
কোভিড-১৯ ছড়িয়ে পড়া রুখতে লুধিয়ানা রেল স্টেশনে জীবানুমুক্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
করোনাভাইরাস: লুধিয়ানায় নিখোঁজ ১৬৭ জন সন্দেহভাজন আক্রান্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Mar 2020 01:13 PM (IST)
লুধিয়ানাতে নিখোঁজ ১৬৭ জন সন্দেহভাজন কোভিড-১৯ আক্রান্ত। তাঁদের মধ্যে মাত্র ২৯ জনের হদিশ মিলেছে। শহরের সিভিল সার্জেন ডা. রাজেশ বাগ্গা এ কথা জানিয়েছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -