স্বাস্থ্যমন্ত্রকের সংযুক্ত সচিব লব অগ্রবাল জানিয়েছেন, রাজধানী দিল্লিতে ডাবলিং রেট ৮.৫। বেশ কয়েকটি রাজ্যে এই হার ২০ দিনেরও বেশি।
অগ্রবাল জানিয়েছেন, পুদুচেরির মাহে, কর্ণাটকের কোডাগু ও উত্তরাখণ্ডের পৌড়ি গাঢ়ওয়ালে গত ২৮ দিনে কোনও কোভিড ১৯ সংক্রমণের ঘটনা ঘটেনি। গত ১৪ দিনে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কোনও ঘটনা সামনে আসেনি, এমন জেলার সংখ্যা বেড়ে হয়েছে ৫৯। গোয়া এখন করোনাভাইরাস মুক্ত।
অগ্রবাল বলেছেন, গত ১৪ দিনে ৫৯ জেলায় নতুন কোনও করোনা সংক্রমণের ঘটনা সামনে আসেনি। তিনি জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ১৫ শতাংশের শারীরিক অবস্থা গুরুতর হয়, যেখানে পাঁচ শতাংশের শারীরিক অবস্থা খুবই গুরুতর হয়।
স্বাস্থ্য মন্ত্রক বিকেল চারটেয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে ১৫৫৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১৭,২৬৫। গত একদিনের ৩৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
অগ্রবাল জানিয়েছেন, এখনও পর্যন্ত চিকিত্সায় সুস্থ হয়েছেন ২,৫৪৬। দেশে সুস্থ হয়ে ওঠার হার ১৪.৭৫ শতাংশ।