নয়াদিল্লি: ভারতে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ল। বাড়ল মৃতের সংখ্যাও। যদিও এই নিয়ে পরপর তিনদিন দৈনিক আক্রান্তর সংখ্যা থাকল ১৫ হাজারের নিচে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৪,৮৪৯। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ২৫৬। একদিনের মৃতের সংখ্যা ১৫৫। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৫২। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৫,৯৪৮ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৬ লক্ষ ৫৪ হাজার ৫৩৩। নোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৩৩৯। সংক্রমণ সারিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৭৮৬।
দেশে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৮৪ হাজার। এই আক্রান্তরা বর্তমানে চিকিৎসাধীন।
আইসিএমআর-এর তথ্য অনুযায়ী, ২৩ জানুয়ারি পর্যন্ত করোনাভাইরাসের জন্য মোট ১৯ কোটি ১৭ লক্ষ ৬৬ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে গতকাল ৭.৮১ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনাভাইরাস থেকে সেরে ওঠার হার ৯০ শতাংশের বেশি।
স্বস্তির খবর, দেশে মৃত্যুর হার ও অ্যাক্টির আক্রান্তের হার ধারাবাহিকভাবে কমছে। করোনায় মৃত্যুর হার হয়েছে ১.৪৪ শতাংশ। রিকভারি রেট বেড়ে হয়েছে ৯৭ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের হার ২ শতাংশের কম।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১৫,৮২,১৯০ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। গতকাল টিকা প্রদান করা হয়েছে ১.৯১ হাজার জনকে। ১৬ জানুয়ারি থেকে সারা দেশে শুরু হয়েছে ব্যাপক টিকাকরণ অভিযান। এই অভিযানে ২৭,৭৭৬ সেশন আয়োজন করা হয়েছে। টিকাদানের পর ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই মৃত্যুগুলির সঙ্গে টিকার কোনও সম্পর্ক নেই।
অন্ধ্রপ্রদেশের গুন্টুরে গত ২৪ ঘন্টায় এক ব্যক্তিকে পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তিকে গত ২০ জানুয়ারি টিকা দেওয়া হয়েছিল। এরসঙ্গে এ ধরনের ঘটনার সংখ্যা বেড়ে হয়েছে ১১, যাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে, যা মোট টিকাকরণের ০.০০০৭ শতাংশ।
সক্রিয় আক্রান্তের সংখ্যার ক্ষেত্রে বিশ্বে ভারত রয়েছে ১৩ তম স্থানে। মোট করোনা সংক্রমণের নিরিখে ভারত বিশ্বে দ্বিতীয়। সুস্থতার ক্ষেত্রে আমেরিকার পরেই রয়েছে ভারত। মৃত্যুর সংখ্যার নিরিখে ভারত আমেরিকা ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে।
Coronavirus in India: দেশে টানা তিনদিন দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ১৫ হাজারের কম, এখনও পর্যন্ত টিকাকরণ ১৫ লক্ষের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2021 11:30 AM (IST)
ভারতে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ল। বাড়ল মৃতের সংখ্যাও। যদিও এই নিয়ে পরপর তিনদিন দৈনিক আক্রান্তর সংখ্যা থাকল ১৫ হাজারের নিচে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৪,৮৪৯। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ২৫৬। একদিনের মৃতের সংখ্যা ১৫৫। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৫২। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৫,৯৪৮ জন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -