জানা গেছে, সুরাতে লকডাউনে সমস্যায় পড়া কয়েকশ শ্রমিক শুক্রবার রাতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা তাঁদের বাড়িতে পাঠানোর দাবি জানান। উত্তেজিত শ্রমিকরা কয়েকটি যানবাহনেও ভাঙচুর চালান, অগ্নিসংযোগও করেন। পুলিশ তাঁদের হঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সুরাতের লসকানা এলাকায় এই ঘটনা ঘটে। রাস্তায় নেমে শ্রমিকরা তাঁদের বাড়িতে পাঠানোর সুবন্দোবস্ত ও বকেয়া পাওনা দ্রুত চোকানোর দাবি জানান।
লকডাউন সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। লকডাউনের মেয়াদ বাড়ানো হবে, না হবে না, তা নিয়ে এই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই বৈঠকের আগের দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, সংক্রমণ রুখতে গৃহীত নিষেধাজ্ঞা তড়িঘড়ি তুলে নিলে তাঁর পরিণতি ভালো হবে না।