জামনগর: করোনাভাইরাসের কবলে ১৪ মাসের শিশু। গুজরাতের জামনগরে মারা গেল আক্রান্ত ১৪ মাসের শিশু। রাজ্যের স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, ওই শিশুকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তার শারীরিক অবস্থা সংকটজনক ছিল। তাকে ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। উল্লেখ্য, গুজরাতে ১৬৫ সংক্রমণের ঘটনা সামনে এসেছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ভিন রাজ্যের এক শ্রমিক দম্পতির ওই শিশুকে জামনগরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। দুদিন আগে শিশুটির করোনাভাইরাস টেস্ট পজিটিভ হয়। ১৪ মাসের ওই শিশুকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। চিকিত্সকরা জানিয়েছেন, করোনা সংক্রমণের কারণে ওই শিশুর শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যায় এবং এরফলে তার মৃত্যু হয়।
জামনগর জেলায় এই প্রথম কোনও শিশুর শরীরে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা সামনে এল। গুজরাতে সবচেয়ে কম বয়সে এই শিশুই করোনায় আক্রান্ত হয়েছিল। কীভাবে ওই শিশুর সংক্রমণ ঘটল, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। শিশুটির বাবা-মা আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁরা বন্দরগাহ কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
আধিকারিকরা জানিয়েছেন, ওই শিশুর বাবা-মা কোথাও যাননি। তাঁদের মধ্যে করোনার কোনও লক্ষ্মণ না থাকলেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁদের ওপর নজর রাখা হয়েছে। তাঁদের কোনও লক্ষ্মণ দেখা দিলে পরীক্ষা করা হবে। জামনগরের পাশে যে গ্রামে তাঁরা থাকেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেই জায়গা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।