মুম্বই : লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউনের যাবতীয় বিধিনিষেধ জারি থাকবে বলেই জানিয়েছে তারা।
বৃহস্পতিবার এক সার্কুলার জারি করে মহারাষ্ট্র সরকার জানিয়েছে, ১৮৯৭ এপিডেমিক ডিসিজ অ্যাক্টের সেকশন ২ ও ২০০৫ সালের ডিসাসটার ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় চালু করা হচ্ছে মিশন বিগিন এগেন। যার আওয়াত কোভিড-১৯-র প্রকোপ রুখতে মহারাষ্ট্রের সমস্ত কনেন্টমেন্ট জোনগুলিতে কড়াভাবে লাগু থাকবে যাবতীয় বিধিনিষেধ। অত্যাবশ্যকীয় কাজকর্ম চালাতে আগের নির্দেশে যে ছাড়ের কথা বলা হয়েছিল, সেটা লাগু থাকবে এই বিধিনিষেধকালেও।
এদিন নতুন করে ৫৯০২ জন করোনা সংক্রামিত হওয়ায় মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ লক্ষ ৬৬ হাজার ৬৬৮। বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৬০৩। আর এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনার বলি হয়েছেন ৪৩ হাজার ৭১০ জন।
৩০ নভেম্বর পর্যন্ত মহারাষ্ট্রে বাড়ল লকডাউন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Oct 2020 08:45 PM (IST)
রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউনের যাবতীয় বিধিনিষেধ জারি থাকবে বলেই জানিয়েছে মহারাষ্ট্র সরকার।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -