নয়াদিল্লি: দেশে করোনাভাইরাসে সামান্য কমল দৈনিক মৃত্যু। কমল সংক্রমণ, দৈনিক সুস্থতাও। তবে এরপরেও এই নিয়ে ৬১ দিন দৈনিক সংক্রমিতের সংখ্যায় বিশ্বে এক নম্বরে ভারত।
ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৫৬৯ জনের। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত ৬৬,৮৫,০৮৩। এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৯,১৯,০২৩।
একদিনে মৃত ৮৮৪। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৯০৩।
দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬১ হাজার ২৬৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭৪ হাজার ৪৪২। দেশে মোট আক্রান্ত ৬৬ লক্ষ ৮৫ হাজার ৮৩।
আগস্টের পর থেকে গত ২৪ ঘন্টায় আক্রান্তর সংখ্যা সবচেয়ে কম। এরমধ্যে সেপ্টেম্বরে একটি দিনে আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এরপর থেকে দৈনিক আক্রান্তর সংখ্যা কমছে।
একদিনে সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৭৮৭ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৭৬ হাজার ৭৩৭। দেশে মোট সুস্থ ৫৬ লক্ষ ৬২ হাজার ৪৯১।
দেশে মৃত্যুর হার ১.৫৫ শতাংশ। সুস্থতার হার ৮৪.৩৪ শতাংশ। আইসিএমআর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৮৯ হাজার ৪০৩টি নমুনা পরীক্ষা হয়েছে। ৫ অক্টোবর পর্যন্ত গোটা দেশে পরীক্ষা করা হয়েছে ৮ কোটি ১০ লক্ষ ৭১ হাজার ৭৯৭টি নমুনা।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, পজিটিভিটি রেট ১০ শতাংশের নিচেই রয়েছে। সবমিলিয়ে এই হার ৮.২৮ শতাংশ। দৈনিক হার ৭.৫২ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কেন্দ্র ও আইসিএমআরের টেস্টিং পরিকাঠামো ধাপে ধাপে বাড়িয়েছে। ভারতে দৈনিক ১৫ লক্ষে পৌঁছেছে।
দেশে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তর সংখ্যা ৬১ হাজার ২৬৭, অগাস্টের পর থেকে সর্বনিম্ন, কমল মৃতের সংখ্যাও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Oct 2020 11:17 AM (IST)
দেশে করোনাভাইরাসে সামান্য কমল দৈনিক মৃত্যু। কমল সংক্রমণ, দৈনিক সুস্থতাও। তবে এরপরেও এই নিয়ে ৬১ দিন দৈনিক সংক্রমিতের সংখ্যায় বিশ্বে এক নম্বরে ভারত।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -