চণ্ডীগড়: লাগাতার লকডাউনের জেরে হেঁশেলে হাঁড়ি চড়েনি। নেই কোনও খাবার। ওষুধও অমিল। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়ায় যে, চণ্ডীগড়ের অসহায় এক দম্পতি শিশুসন্তানকে নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলে। গৃহকত্রী নিজেই ফোন করে সে খবর দেন পুলিশে। খবর পাওয়ামাত্র তৎপর হয়ে ওঠে পুলিশ। দ্রুত সেই পরিবারের সঙ্গে দেখা করে খাবার দিয়ে আসেন পুলিশ কর্মীরা। দেওয়া হয় নগদ অর্থও।
চণ্ডীগড় পুলিশ থেকে সরকারিভাবে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, মহিলার ফোন পাওয়ামাত্র চণ্ডীগড় পুলিশের ডিএসপি দিলশের সিংহের নেতৃত্বে পুলিশকর্মীদের একটি দল ওই বাড়িতে যায় এবং দুঃস্থ ওই পরিবারের সদস্যদের হাতে খাবার ও অর্থ তুলে দিয়ে আসে। তাতেই আপাতত পরিস্থিতি সামলানো গিয়েছে।
দেশজুড়ে লকডাউনে জনজীবন বিপর্যস্ত। জরুরি পরিষেবা চালু থাকার আশ্বাস সত্ত্বেও অনেক জায়গায় খাবার বা ওষুধ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে। কয়েকদিন আগে চিত্রনাট্যকার অপূর্ব আসরানি ট্যুইট করে জানিয়েছিলেন, গোয়ায় লকডাউনের ছবিটা এমনই যে খাবারদাবার অমিল। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, করোনার আগে ক্ষুধাই না প্রাণ কেড়ে নেয়! চণ্ডীগড়ের ঘটনাও সেই ছবিটাকেই মনে করিয়ে দিল।
লকডাউনে অভুক্ত, সন্তান নিয়ে আত্মহত্যার হুঁশিয়ারি চণ্ডীগড়ের দম্পতির, খাবার নিয়ে বাড়ি পৌঁছল পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Mar 2020 08:56 PM (IST)
মহিলার ফোন পাওয়ামাত্র চণ্ডীগড় পুলিশের ডিএসপি দিলশের সিংহের নেতৃত্বে পুলিশকর্মীদের একটি দল ওই বাড়িতে যায় এবং দুঃস্থ ওই পরিবারের সদস্যদের হাতে খাবার ও অর্থ তুলে দিয়ে আসে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -