মুম্বই: গত ২৫ মার্চ থেকে গোটা দেশে চলছে লকডাউন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল ডিসটেন্স বজায় রাখা ছাড়া আপাতত করোনা প্রতিরোধের অন্য কোনও রাস্তা জানা নেই গোটা বিশ্বের কাছে। লকডাউনের জেরে বন্ধ যান চলাচল। এর ফলে কমছে দূষণের মাত্রাও। গোটা বিশ্বে উঠে আসছে বিভিন্ন মনমুগ্ধকর ছবি। দূষণ কমার জেরে রাস্তায় দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণী।

এমনই অবাক ছবি এবার দেখা গেল মুম্বইয়ের রাস্তায়। পথ চলতি রাস্তায় নেচে বেড়াচ্ছে ময়ূর। মুম্বইয়ের এক ফটোগ্রাফার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই সব ছবি। ছবিগুলি সামনে আসতেই ভাইরাল হয়ে যায়।



অনেকে লেখেন, 'লকডাউনে প্রকৃতি নিজের মতো করে বাঁচছে'। আবার অনেকে লেখেন, 'এই পৃথিবী প্রত্যেকের। কিছু সময় পশুপাখিদের জন্যেও আমাদের জায়গা ছেড়ে দেওয়া উচিত।'

এখনও অবধি ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৪৭৪ জন। মৃতের সংখ্যা ৫৩।