নয়াদিল্লি: দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে চলছে লকডাউন। তার জেরেই বাপের বাড়িতে রয়েছেন স্ত্রী। দীর্ঘদিন স্ত্রী কে দেখতে না পেয়ে অবসাদে আত্মঘাতী হলেন যুবক। ঘটনাটি ঘটেছে রাধা কুন্ড এলাকায়।
পুলিশ সূত্রে খবর, রাকেশ সোনি নামে বছর ৩২-এর ওই যুবক স্ত্রীর সঙ্গে রাধা কুন্ড এলাকায় বসবাস করতেন। লকডাউন শুরু হবার আগে বাপের বাড়িতে যান তাঁর স্ত্রী। এরপর লকডাউন ঘোষণা হলে স্বভাবতই সেখানে আটকে পড়েন তিনি।
ইনস্পেক্টর আলোক রাও জানান, দীর্ঘদিন স্ত্রীকে দেখতে না পেয়ে সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। ঘটনায় তদন্ত শুরু হয়েছে ।
লকডাউনে বাপের বাড়িতে স্ত্রী! অবসাদে আত্মঘাতী যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Apr 2020 11:54 AM (IST)
লকডাউনে বাপের বাড়িতে রয়েছেন স্ত্রী। দীর্ঘদিন স্ত্রী কে দেখতে না পেয়ে অবসাদে আত্মঘাতী হলেন যুবক। ঘটনাটি ঘটেছে রাধা কুন্ড এলাকায়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -