কলকাতা: এখনও পর্যন্ত দেশে ২০ জনের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। কলকাতাতেও একজন সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও, দিল্লিতে ৯, বেঙ্গালুরুতে ৭, হায়দরাবাদে ২ এবং পুণের ল্যাবে একজনের শরীরে করোনার নতুন স্ট্রেনের হদিশ মিলেছে।
এবার করোনার নতুন প্রজাতির থাবা ২ বছরের শিশুর শরীরে। পরিবারের সঙ্গে ব্রিটেন থেকে আসা একরত্তির শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। সম্প্রতি বিদেস থেকে উত্তরপ্রদেশের মেরঠের বাড়িতে ফেরে তার পরিবার। ২ বছরের শিশুটি। পরীক্ষা করতেই জানা যায় বাচ্চাটির মা-বাবাও করোনা ভাইরাসে আক্রান্ত। এরপর জানা যায় করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত ছোট্ট শিশুটি। এই শিশুটিকে নিয়েই সারা দেশে এখন মোট ২০ জন করোনা আক্রান্ত। বাচ্চাটির মা-বাবা করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত কি না জানা যায়নি।
এছাড়া অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, ব্রিটেন থেকে আসা এক মহিলার শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। প্রশাসন সূত্রে খবর, দিল্লি পৌঁছে আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে স্পেশাল ট্রেনে অন্ধ্রে পৌঁছে যান ওই মহিলা। তবে তাঁর ছেলের শরীরে সংক্রমণ মেলেনি।
অন্যদিকে দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতা। দৈনিক মৃত্যুতে দেশে আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৫০ জনের। দিল্লি, কেরলকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ছত্তীসগঢ়। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ১৫৩ জনের। মোট আক্রান্ত ১ কোটি ২ লক্ষ ২৪ হাজার ৩০৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭৯।
করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৭ লক্ষ ৮৭ হাজার ৩৩ জন। আক্রান্ত হয়েছেন ৮ কোটি ১৯ লক্ষ ১৯ হাজার ১০ জন। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪ কোটি ৬২ লক্ষ ৭৬ হাজার ৫৯৫ জন।
Corona Virus New Strain: দেশে ২০ জনের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন, আক্রান্ত ২ বছরের শিশুও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Dec 2020 09:35 AM (IST)
এখনও পর্যন্ত দেশে ২০ জনের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। কলকাতাতেও একজন সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -