২০ দিন পর বাড়িতে ফেরা এক স্বাস্থ্য কর্মীকে তুমুল উদ্দীপনার মাধ্যমে স্বাগত জানালেন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। কোভিড-১৯ রোগীদের শুশ্রুষার পর ২০ দিন বাদে বাড়ি ফিরে আসতেই ওই নার্স পেলেন উষ্ণ অভ্যর্থনা। আর তা দেখতে চোখ ভিজে যেতেই পারে।
পুনের এক হাসপাতালে কর্মরত রাজশ্রী কানাড়ে নামে ওই নার্সকে উষ্ণ অভ্যর্থনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে, এই নার্স তাঁর সোসাইটি চত্বরে পা রাখতেই কিছুটা যেন অবাকই হলেন। দেখলেন বাড়ির লোকজন আর প্রতিবেশীরা দাঁড়িয়ে রয়েছে তাঁকে স্বাগত জানাতে। আসলে সবাই করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তাঁদের এই উদ্যোগ। পরিবার ও প্রতিবেশীদের কাছে এই অভ্যর্থনা পেয়ে নিজেকে সামলে রাখতে পারেননি কানাড়ে। কেঁদে ফেলেন তিনি।
পরিবার ও প্রতিবেশীরা তাঁকে পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানান। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ডও।