নয়াদিল্লি: করোনাভাইরাসজনিত সংকটের মধ্যে সরকারকে কিছু পরামর্শ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর। তিনি বলেছেন, গরিব, শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ত্রাণ প্যাকেজ ঘোষণা করা দরকার। কংগ্রেস সাংসদ ৫০ শতাংশ দরিদ্রদের সরাসরি সাড়ে সাত হাজার টাকা করে দেওয়ার দাবি জানিয়েছেন।
পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরত সংক্রান্ত বিষয়েও মন্তব্য করেছেন রাহুল। তিনি বলেছেন, পরিযায়ী শ্রমিকদের যাতে কোনও সমস্যা না হয়,তা নিশ্চিত করতে তাঁদের সাহায্য করতে এগিয়ে আসতে হবে সরকারকে।
রাহুল বলেছেন,লকডাউনের ফলে যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের সাহায্য না করা হলে লকডাউন অব্যাহত রাখা যায় না। আমি সরকারকে অনুরোধ করব, রাজ্য সরকার ও জেলা আধিকারিকদের অংশীদার হিসেবে দেখা হোক এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেন কেন্দ্রীভূত না হয়ে যায়।
সিদ্ধান্ত বলেছেন, যে পরিস্থিতিতে আমরা এখন রয়েছি, তার থেকে বেরিয়ে আসতে হবে। লকডাউন ঠিকই আছে। কিন্তু এখন তা তুলে নেওয়ার কৌশলেরও প্রয়োজন। এতে সহযোগিতা করতে প্রস্তুত কংগ্রেস।
কংগ্রেস নেতা বলেছেন, লকডাউন তুলতে চাইলে সরকারকে মানুষের মনে করোনাভাইরাস রোগের প্রতি যে আতঙ্ক রয়েছে, তা দূর করে আস্থা যোগাতে হবে। করোনা সংকট মোকাবিলার ক্ষেত্রে সরকারকে তার কার্যকলাপে দক্ষতা আনতে হবে।
রাহুল বলেছেন, এখনকার এই আপত্কালীন পরিস্থিতিতে দরিদ্রদের হাতে সরাসরি সাড়ে সাত হাজার টাকা তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা খুবই গুরুত্বপূর্ণ।
রাহুল বলেছেন, করোনা সংক্রমণের নিরিখে যে রেড, অরেঞ্জ, গ্রিন জোন চিহ্নিত হচ্ছে, তা করা হচ্ছে জাতীয় স্তরে। কিন্তু তা চিহ্নিত হওয়া উচিত রাজ্যস্তরেই। কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা বলছেন, এমনও হচ্ছে যে, কেন্দ্র যে অঞ্চলকে রেড জোন বলছে, তা আসলে গ্রিন জোন। রাহুল বলেছেন, রাজ্যস্তরেই জোন চিহ্নিত হওয়া দরকার।