নয়াদিল্লি:নোভেল করোনাভাইরাসজনিত সংকটের পরিপ্রেক্ষিতে তাদের সাড়ে তেরো লক্ষ কর্মীদের স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করার আর্জি রেলের। সংক্রামক রোগ মোকাবিলায় সাহায্য করতে এভাবে কর্মীদের এগিয়ে আসার আর্জি জানাল রেল।
সমস্ত জেনারেল ম্যানেজারদের লেখা চিঠিতে রেলওয়ে বোর্ড লিখেছে, অতিমারির বিপদের সম্মুখীন হয়েছে দেশ। জাতীয় বিপর্যয় ঘোষিত হয়েছে। এই রোগের ব্যাপকতা ও ছড়িয়ে পড়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য সকল ক্ষেত্র থেকে সাহায্য ও অবদান প্রয়োজনীয় বলে মনে করছে বোর্ড। এক্ষেত্রে রেলের সঙ্গে যুক্তদের এই চরম সংকটের সময় বিশেষ দায়িত্ব পালনের অবকাশ রয়েছে। রেলের কর্মীরা সর্বদাই এ ধরনের পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অতীতেও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং একদিনের বেসিক বেতন দান করেছেন স্বতঃপ্রণোদিতভাবে।
বোর্ড এজন্য রেলের কর্মীদের একদিনের বেতন কেটে রাখার প্রস্তাব দিয়েছে। যাঁরা বেতন না কাটার বা একদিনের বেতনের কম কাটার ব্যাপারে নির্দিষ্টভাবে ঘোষণা করবেন, তাঁদের বাদ দিয়ে অন্যদের ক্ষেত্রে প্রস্তাব কার্যকরের পরামর্শ দিয়েছে রেল।
দেশজুড়ে করোনাভাইরাস আতঙ্কের পরিপ্রেক্ষিতে রেল তাদের উত্পাদন কেন্দ্রগুলিতে স্যানিটাইজার, মেডিক্যাল কট, আইভি স্ট্যান্ড ও মাস্ক উত্পাদন শুরু করেছে।
করোনাভাইরাস: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিতে কর্মীদের আর্জি রেলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Mar 2020 08:34 PM (IST)
নোভেল করোনাভাইরাসজনিত সংকটের পরিপ্রেক্ষিতে তাদের সাড়ে তেরো লক্ষ কর্মীদের স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করার আর্জি রেলের।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -