মুম্বই: নোভেল করোনাভাইরাস সংক্রমণের উদ্বেগের প্রেক্ষাপটে চিন থেকে মুম্বইয়ে ফেরা দুই ব্যক্তিকে চিকিত্সকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএমসি-র এক স্বাস্থ্য আধিকারিক এ কথা জানিয়েছেন। তাঁদের সামান্য কাশি ও ঠাণ্ডা লাগার মতো উপসর্গ রয়েছে। উল্লেখ্য, প্রতিবেশী চিনে অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
চিনে নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) চিঞ্চপোকালির কস্তুরবা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে।
বিএমসি-র কার্যনির্বাহী স্বাস্থ্য আধিকারিক চিকিত্সক পদ্মজা কেসকর জানিয়েছেন, এই ভাইরাসে যাঁরা আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ তাঁদের পরীক্ষানিরীক্ষা ও চিকিত্সার জন্য এই আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে।
কেসকর জানিয়েছেন, চিন থেকে ফেরা দুই ব্যক্তিকে স্বাস্থ্যসংক্রান্ত কর্তৃপক্ষ পর্যবেক্ষণে রেখেছেন। তাঁদের সামান্য কাশি ও ঠাণ্ডা লাগার মতো সমস্যা থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
যাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে, তাঁদের সম্পর্কে এর চেয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
কেসকর জানিয়েছেন, চিন থেকে যাঁরা ফিরছেন, তাঁদের মধ্যে নোভেল করোনাভাইরাস সংক্রমণের কোনও লক্ষ্মণ থাকলেই তাঁদের আইসোলেশন ওয়ার্ডে পাঠাতে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের চিকিত্সকদের নির্দেশ দেওয়া হয়েছে। চিন থেকে ফেরা কোনও ব্যক্তির করোনা ভাইরাসের কোনও লক্ষ্মণ দেখা গেলে অবিলম্বে বিএমসি-কে জানাতে শহরের সমস্ত বেসরকারি চিকিত্সকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কেসকর।
করোনাভাইরাস আদতে একগুচ্ছ ভাইরাসের মিলিত পরিবার। এর সংক্রমণে ঠাণ্ডা লাগা, জ্বর থেকে শুরু করে তীব্র শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে বহু মানুষের মৃত্যু হয়েছে।