করোনা সংক্রমণকে ছাপিয়ে বাড়ছে সুস্থতা, জানাল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Dec 2020 08:23 AM (IST)
দেশজুড়ে উৎসবের মরশুম গিয়েছে। তাতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা ছিল। দিল্লিতে সংক্রমণের তৃতীয় ঢেউ হাজির হয়েছে।আরও কয়েকটি রাজ্যে সংক্রমনের হার উদ্বেগ বাড়াচ্ছে। তা সত্ত্বেও করোনার সার্বিক পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে সংক্রমণের নিরিখে সুস্থতা অনেক বেশি। যা স্বস্তিদায়ক।
নয়াদিল্লি: সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪৫৩৩৩জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৮,৭৭২জন। মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ৬৫৬১। সোমবার একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
এতদিন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮৮ লক্ষ ৪৭ হাজার ৬০০। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে সক্রিয় আক্রান্ত এবং সুস্থ হয়ে ওঠার ব্যবধান ক্রমেই বাড়ছে। বর্তমানে করোনামুক্ত ৮৪লক্ষ৬৪৮জন, যা সক্রিয় আক্রান্তের ১৯.৮ গুণ।
দেশজুড়ে উৎসবের মরশুম গিয়েছে। তাতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা ছিল। দিল্লিতে সংক্রমণের তৃতীয় ঢেউ হাজির হয়েছে।আরও কয়েকটি রাজ্যে সংক্রমনের হার উদ্বেগ বাড়াচ্ছে। তা সত্ত্বেও করোনার সার্বিক পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে সংক্রমণের নিরিখে সুস্থতা অনেক বেশি। যা স্বস্তিদায়ক।
নতুন করে কোভিড ১৯ রোগাক্রান্তের সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে সদ্য করোনা থেকে সেরে ওঠার পরিসংখ্যান। জাতীয় সুস্থতার হার ৯৩.৮১ শতাংশ বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনভাইরাসে মৃত্যুর হার আরও কমেছে যা এখন ১.৪৫ শতাংশ। বিশ্বব্যাপী প্রতি মিলিয়ন জনসংখ্যায় সবচেয়ে কম মৃত্যুর(৯৯.৪ শতাংশ) ক্ষেত্রে ভারতও রয়েছে বলে কেন্দ্র জানিয়েছে।
গত মাসে দেশের বেশকয়েকটি রাজ্যে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। কর্নাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ এই পাঁচ রাজ্যে গত এক মাসে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ এই পাঁচটি রাজ্যে করোনা সংক্রমণ আবার ঊর্ধবমুখী।
করোনা সংক্রমণ রোখার অন্যতম উপায় বেশি সংখ্যক পরীক্ষা। তাতেও ভারত সাফল্যের দাবিদার বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এখনও পর্যন্ত ১৪ কোটি করোনা পরীক্ষা হয়েছে। দৈনিক ৮ লক্ষ ৭৬ হাজার ১৭৩টি করোনা টেস্ট হচ্ছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -