মুম্বই: করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। ভারতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ প্রতিরোধে সরকার একাধিক ব্যবস্থা নিয়েছে। মাত্রাতিরিক্ত জনসমাগম এড়ানোর সতর্কতাও জারি হয়েছে। এমনই পরিস্থিতিতে ভিড় যাতে না বাড়ে তা নিশ্চিত করতে রেলওয়ের বেশ কয়েকটি ডিভিশনের ২৫০ স্টেশনে পরবর্তী নির্দেশ পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে করা হয়েছে ৫০ টাকা। সেন্ট্রাল রেলওয়ের মুম্বই, পুনে, ভুসাভল, সোলাপুর ডিভিশন, ওয়েস্টার্ন রেলওয়ের মুম্বই, ভডোডরা, আহমেদাবাদ, রতলাম, রাজকোট ও ভাবনগরে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রাজ্য সরকারগুলি জনসমাগত এড়ানোর পরামর্শ দিয়েছে। এরই প্রেক্ষাপটে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হল।
এরইমধ্যে সেন্ট্রাল রেলওয়েজ ২২টি দুরপাল্লার ট্রেন আগামী ৩১ মার্চ পর্যন্ত সাসপেন্ড করেছে।
করোনা আতঙ্ক: ভিড় এড়াতে বেশ কয়েকটি ডিভিশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে করা হল ৫০ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Mar 2020 05:02 PM (IST)
করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। ভারতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ প্রতিরোধে সরকার একাধিক ব্যবস্থা নিয়েছে। মাত্রাতিরিক্ত জনসমাগম এড়ানোর সতর্কতাও জারি হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -