বিজয়বাসকর জাানিয়েছেন, তামিলনাড়ুর রাজাজি হাসপাতালে ৫৪ বছরের এক রোগীর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শ্বাসকষ্ট, অনিয়ন্ত্রিত ডায়েবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন তিনি।
এর আগে মন্ত্রী জানিয়েছিলেন যে, রাজ্যে নতুন করে তিনজন কোভিড-১৯- আক্রান্ত হয়েছেন এবং তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে।
বাসকর ট্যুইট করে জানিয়েছিলেন যে, চেন্নাইতে নতুন তিনজনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। ৬৫ বছরের এক বৃদ্ধ নিউজিল্যান্ড থেকে ফিরেছিলেন। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫৫ বছরের এক প্রৌঢ়া ভর্তি কিলপক মেডিক্যাল কলেজে। ২৫ বছরের লন্ডন ফেরত এক যুবককে রাজীব গাঁধী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সারা দেশে আরও ৫০ জনের করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। সবমিলিয়ে ভারতে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৫৬০।
বুধবার তামিলনাড়ুতে এক ব্যক্তির মৃত্যু হওয়ায় দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১১।
মঙ্গলবার তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ১৮।