কোচি: নোভেল করোনাভাইরাসের আতঙ্কে ত্রস্ত সারা বিশ্ব। এই ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জারি হয়েছে একাধিক নির্দেশিকা। এরমধ্যে চিকিত্সকদের নির্দেশ অমান্য করায় কোচি বিমানবন্দরে গ্রেফতার করা হল ঘরোয়া বিমানের এক যাত্রীকে। পুলিশ জানিয়েছে, কেরলের এর্নাকুলামের বাসিন্দা লামি আরাক্কাল সোমবার রাতে চেন্নাই থেকে নেডুমবাসারির কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।
পরে তিনি অবশ্য জামিনে ছাড়া পেয়ে যান।
কোভিড-১৯ এর ছড়িয়ে পড়া রুখতে গৃহীত ব্যবস্থা হিসেবে অন্য রাজ্য থেকে আগত যাত্রীদের জন্য মাস্ক পরা সহ অন্যান্য নির্দেশিকা রয়েছে। কিন্তু ওই যাত্রী ওই নির্দেশ মানতে অস্বীকার করেন। চেন্নাই থেকে কোচি বিমানবন্দরে নামাার পর ৫৪ বছরের ওই যাত্রী মাস্ক পরতে ও স্ক্রিনিংয়ের মুখোমুখি হতে অস্বীকার করেন বলে অভিযোগ। এক্ষেত্রে তিনি যুক্তি দেন, চেন্নাই বিমানবন্দরে তাঁর এ ধরনের কোনও স্ক্রিনিং হয়নি। পুলিশ জানিয়েছে, চিকিত্সা কর্মীদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ।