নয়াদিল্লি: হিমাচল প্রদেশের ভোটপ্রচারে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। পালামপুরের জনসভায় প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ৮ নভেম্বর নোট বাতিলের বর্ষপূ্র্তির প্রতিবাদে কংগ্রেস, বিরোধীরা তাঁর কুশপুতুল পোড়াবে, কিন্তু তিনি এতে ভীত নন। দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াই থামবে না।
সামনের দিনগুলি কংগ্রেসের শুধু অনুতাপ, বিলাপ করা ছাড়া আর কিছু করার থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, উত্তরপ্রদেশের ভোটে পরাজয়ের পর থেকে কংগ্রেস এই আতঙ্কে ভুগছে যে, ২০১৯, ২০২৪-র নির্বাচনেও মুছে যাবে তারা।
দুর্নীতিই কংগ্রেসের একমাত্র পরিচয়, এমন কটাক্ষও করেন মোদী।।
পাশাপাশি আধার সংযুক্তিকরণের পক্ষেও সওয়াল করেন তিনি। বলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের পর মাঝখানের দালালদের কোনও ভূমিকা থাকছে না, ভর্তুকির অর্থ সরাসরি পৌঁছে যাচ্ছে বৈধ প্রাপকের কাছে।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
দুর্নীতিই কংগ্রেসের একমাত্র পরিচয়, হিমাচলে ভোটপ্রচারে কটাক্ষ মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
05 Nov 2017 02:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -