সরোগেসির মাধ্যমে বাবা হওয়ার জন্য কর্ণ জোহরকে বেনজির আক্রমণ আবু আজমির
ABP Ananda, web desk | 06 Mar 2017 11:41 PM (IST)
মুম্বই: বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে নিজেকে বিতর্কে জড়িয়েছেন আবু আজমি। এবার সমাজবাদী পার্টি (সপা)-র মুম্বই শাখার নেতা আজমি এবার নিশানা করলেন বলিউডের বিখ্যাত পরিচালক কর্ণ জোহরকে। কয়েকদিন আলেই সরোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন কর্ণ। দুই সন্তানের নাম রেখেছেন রুহি ও যশ। এই ঘটনা নিয়েই কর্ণকে নিশানা করলেন আবু আজমি। তিনি বলেছেন, তাঁর বয়স হয়েছে। তিনি কী বিয়ে করতে পারেন না? যদি কোনও অসুখ থাকে তা হলে সন্তান দত্তক নিন। সরোগেসির নাটক করার মানে কী? আজমি আরও বলেছেন, সিনেমা জগতে তো অনেক মহিলা রয়েছেন। তাঁদেরই একজন কাউকে বিয়ে করতে পারতেন কর্ণ। কোনও অসহায় শিশুকে দত্তক নিতে পারতেন। আজমির এই দু্র্ভাগ্যজনক মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি কর্ণ।