বেঙ্গালুরু: কর্নাটকে কংগ্রেস-সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রবিবার বেঙ্গালুরুতে একটি জনসভায় এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেনদ্র মোদী।
এদিন মোদী বলেন, আপনাদের উচ্ছ্বাসই বলে দিচ্ছে, কংগ্রেসের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস কর্নাটকের বাইরে যাওয়ার দুয়ারে দাঁড়িয়ে রয়েছে কংগ্রেস। ওরা শুধু এখানে (কর্নাটকে) ধ্বংসলীলা চালিয়েছে। কংগ্রেসি সংস্কৃতির প্রয়োজন নেই কর্নাটকের।
রাজ্যের শাসক দলকে আক্রমণ করে মোদী দাবি করেন, কর্নাটকে এখনও ৭ লক্ষ গৃহ বিদ্যুৎহীন। তিনি বলেন, বেঙ্গালুরুতে একদিন বিদ্যুৎ না থাকলে হাঙ্গামা হয়ে যাবে। কিন্তু, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ৭ লক্ষ গৃহে আজও বিদ্যুৎ পৌঁছয়নি। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের ব্যর্থতাকে দায়ী করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের বরাদ্দ অর্থ ঠিকমতো খরচ করতে পারছে না রাজ্য।
কেন্দ্রীয় বাজেটের উল্লেখ করে মোদী বলেন, এবারের বাজেটে কর্নাটকের একটি সমস্যার সমাধান হয়েছে। প্রায় ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগে ১৬০ কিলোমিটার দৈর্ঘ্য শহরতলি রেল নেটওয়ার্কের কাজ শুরু হবে বেঙ্গালুরুতে। এর ফলে, ১৫ লক্ষ যাত্রী উপকৃত হবে। তিনি যোগ করেন, চলতি বছর দেশব্যাপী ৯ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। ভারতমালা প্রকল্পের আওতায় ৫ লক্ষ ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ৩৫ হাজার কিলোমিটার সড়ক নির্মাণ হবে।
প্রসঙ্গত, আগামী এপ্রিল-মে মাসে কর্নাটকে বিধানসভা নির্বাচন হবে। তার আগে গত ২ নভেম্বর রাজ্যজুড়ে ‘নব-কর্নাটক নির্মাণ পরিবর্তন যাত্রা’-র সূচনা করেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্যের ২২৪টি বিধানসভা কেন্দ্র ঘুরে এদিন ৯০-দিনব্যাপী সেই যাত্রার সমাপ্তি হল। এর আগে, ২০০৮ সালে রাজ্যে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু, ২০১৩ নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসে।