নয়াদিল্লি: ব্রিকস যুব সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বজুড়ে যৌথ লড়াইয়ের ডাক দিয়েছেন। একইসঙ্গে নাম না পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে দেশগুলি সন্ত্রাসবাদীদের আশ্রয় ও মদত দেবে, তাদের এর জন্য মূল্য দিতে হবে।


 

এদিন জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য দূরীকরণ এবং দুর্নীতি রোখার পক্ষেও সওয়াল করেছেন সুষমা। তবে তিনি সবচেয়ে বেশি সরব ছিলেন সন্ত্রাসবাদ প্রসঙ্গে। তাঁর বক্তব্য, ব্রিকস-কে সন্ত্রাস দমনে বড় ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এবং বিভিন্ন কমিটির মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাস রুখতে হবে। ‘ভাল সন্ত্রাস’ এবং ‘খারাপ সন্ত্রাস’-এর মধ্যে পার্থক্য না খুঁজে একযোগে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে। সন্ত্রাসবাদীর অন্য কোনও পরিচয় নেই। তার কার্যকলাপ মানবতার পক্ষে নয়।

 

গোয়ায় আগামী অক্টোবরে অষ্টম বার্ষিক ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে এদিন সন্ত্রাসের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন সুষমা। তিনি আরও বলেছেন, ভারতের ৮০ কোটি নাগরিকের বয়স ৩৫-এর কম। এই বিপুল পরিমাণ যুবশক্তির মাধ্যমেই ভারতের অর্থনীতি দ্রুততম উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।