নিউদিল্লি: ভারতে পাকিস্তানি তারকাদের বয়কট প্রসঙ্গে এবার নিজের বক্তব্য জানালেন রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ অম্বানি। বললেন, আগে দেশ। পরে শিল্পীরা।
মুম্বইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অম্বানি। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, এদেশে পাক শিল্পীদের কাজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি নিয়ে তাঁর কী মত। তারই উত্তরে অম্বানি বলেন, আমার কাছে একটা বিষয় পরিস্কার। আমার কাছে সবসময়ই আগে আমার দেশ। আমি বুদ্ধিজীবী নই, তাই এত কিছু আমি বুঝিও না। নিঃসন্দেহে সমস্ত ভারতীয়র মতোই আমার কাছে দেশই আগে। শিল্প, সংস্কৃতি এগুলি পরে।
তাঁকে আরও জিজ্ঞাসা করা হয়, তিনি রাজনীতিতে যোগ দিতে চান কি না। উত্তরে অম্বানি বলেন. আমি রাজনীতির লোক নই।
প্রসঙ্গত, উরি হামলার পরই ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হয়ে উঠেছে। পাক শিল্পীদের এদেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। শুধু তাই নয়, কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং শাহরুখ খান অভিনীত ‘রঈস’-এ পাক শিল্পী ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনয় করায় তা মুক্তি পেতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন তাঁরা।
বলিউডে পাকিস্তানি শিল্পীদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মোশন পিকচারস্ প্রডিউসার্স অ্যাসোসিয়েশন(আইএমপিএএ)। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এবং গুজরাতে পাক শিল্পী অভিনীত কোনও ছবি মুক্তি পেতে দেওয়া হবে না বলে জানিয়েছে সিনেমা হলের মালিক এবং এক্সিবিটরস্ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। দেশেও বিভিন্ন শিল্পীরা এই সময় পাক শিল্পীদের সঙ্গে সিনেমা করতে নারাজ। যদিও পাকিস্তানি শিল্পীদের পাশেও দাঁড়িয়েছে বলিউডের একটা অংশ।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আগে দেশ, পরে শিল্পীরা, পাক তারকাদের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে মুকেশ অম্বানি
Web Desk, ABP Ananda
Updated at:
18 Oct 2016 01:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -