দেশের শাসকরা নিষ্ঠুর, প্রাণীদের রক্ষা করলেও মানুষকে খুন করেন, মোদী সরকারকে তোপ শিবসেনার
Web Desk, ABP Ananda | 20 Jul 2018 05:45 PM (IST)
মুম্বই: ফের মোদী সরকারের তীব্র সমালোচনা করল জোটসঙ্গী শিবসেনা। দলীয় মুখপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘আজ যাঁরা দেশ শাসন করছেন তাঁরা নিষ্ঠুর। তাঁরা প্রাণীদের রক্ষা করলেও মানুষকে খুন করেন। তাঁদের মধ্যে কোনওরকম সহানুভূতি নেই। যে কোনওভাবে নির্বাচনে জিতে ক্ষমতায় থাকা গণতন্ত্র নয়। সংখ্যাগরিষ্ঠতা কোনওদিনই স্থায়ী নয়। দেশের মানুষই সর্বোচ্চ।’ কেন্দ্র ও মহারাষ্ট্রে বিজেপি-র সঙ্গে জোট সরকারে থাকলেও, প্রায়ই মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে শিবসেনা। অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে ‘সামনা’-য় লেখা হয়েছে, ‘মোদী সরকারকে ফেলে দেওয়ার জন্য এই অনাস্থা প্রস্তাব পেশ করা হয়নি। জোরাল ধাক্কা দেওয়ার জন্যই অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এখন আর মানুষের মতামত নয়। এটা এখন একনায়কতন্ত্র চালানোর একটা অস্ত্র হয়ে গিয়েছে। ভোট পাওয়ার জন্য অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়। রাজনৈতিক ফায়দার জন্য মানুষের আবেগ নিয়ে খেলা করা হয়। কিন্তু নির্বাচনের সময়ের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য কোনওদিন বাস্তবায়িত হয় না। জয় নিয়ে প্রশ্ন থাকলে সংখ্যাগরিষ্ঠতার কথা বলা উচিত নয়। অর্থের ব্যবহার, ক্ষমতার অপব্যবহার এবং ইভিএম-এ জালিয়াতি করেই যখন নির্বাচনে জয় পাওয়া যাচ্ছে, তখন গণতন্ত্র কার্যত ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। এখন এই ঠুঁটো জগন্নাথকে রক্ষা করার জন্যই লড়াই চলছে।’