নয়াদিল্লি: সিনেমা হলে জাতীয় সংগীত বাজছে, আর তিনি কিনা উঠে না দাঁড়িয়ে দিব্যি বসে রয়েছেন! এজন্য জনসমক্ষে প্রতিবন্ধী কবি-লেখকের কৈফিয়ত্ চেয়ে তাঁকে হেনস্থার অভিযোগ এক ব্যক্তি, তাঁর সঙ্গী এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোয়ায়। এ নিয়ে মঙ্গলবার দিনভর সরগরম ছিল ট্যুইটার। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে প্রকাশ, সলিল চর্তুবেদী নামে ওই কবি-লেখককে নড়াচড়া করতে হয় হুইলচেয়ারে। তিনি জাতীয় সংগীত বাজলেও উঠে না দাঁড়ানোয় প্রথমে পিছন থেকে তাঁকে ধাক্কা মারেন ওই ব্যক্তি। সঙ্গের মহিলা জানতে চান, কেন  তিনি উঠে দাঁড়ালেন না।


প্রাক্তন বায়ুসেনা কর্মীর পুত্র ওই লেখক তাঁদের দিকে ঘুরে জানান, তাঁর না ওঠার কারণটা হয়তো বুঝতে পারেননি তাঁরা। ভুল বুঝতে পেরে মাথা নীচু করে দ্রুত সরে পড়েন ওই দুজন। তবে ঘটনাটি ভিতরে ভিতরে নড়িয়ে দেয় চতুর্বেদীকে। এমন মর্মান্তিক অভিজ্ঞতা হওয়ার পর থেকে পাছে আবার ধাক্কা খেতে, অপমানিত হতে হয়, এই ভয়ে আর সিনেমা হলমুখো হন না তিনি। চতুর্বেদী বলেছেন, আমার বাবা প্রাক্তন বায়ুসেনা কর্মী। অস্ট্রেলিয়ান ওপেনে হুইলচেয়ার টেনিসে দেশের প্রতিনিধিত্ব করেছি। কিন্তু কী পরিণতি দেখুন। ভারতকে কতটা ভালবাসি, তার প্রমাণ চাইছে লোকে!

স্বঘোষিত দেশপ্রেমের এমন উত্কট চেহারা নতুন নয়। গত বছরের ডিসেম্বরেই জাতীয় সঙ্গীত চলাকালে না দাঁড়ানোয় মুম্বইয়ের সিনেমা হল থেকে বের করে দেওয়া হয় একটি মুসলিম পরিবারকে। এ বছর জানুয়ারিতেই একই ঘটনায় বলিউডের এক স্ক্রিনলেখককে সিনেমা হলে ঢুকে পাহারা দিয়ে বের করে আনতে হয় পুলিশকে। মুম্বইয়ের প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীত বাজার মধ্যে উঠে না দাঁড়ানোয় অভিযোগ দায়ের করা হয় দুজন মহিলার বিরুদ্ধে।