প্রধানমন্ত্রী হিসেবে মোদীর পারফরম্যান্স ভাল না খারাপ: তর্কের জেরে কানপুরে ভেঙেই গেল বিয়ে
ABP Ananda, web desk | 08 Jul 2016 07:13 AM (IST)
কানপুর: প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পারফরম্যান্সের প্রতিটি দাঁড়ি, কমা নিক্তিতে মাপা হচ্ছে ঠিকই কিন্তু সে জন্য গৃহবিপ্লব ঘটে যাওয়ার আশঙ্কা নির্ঘাত নরেন্দ্র মোদী নিজেও করেননি। তাঁর কাজের বিচার নিয়ে মতবিরোধের চোটে কানপুরে এক হবু দম্পতির বিয়েই ভেঙে গেল। অথচ বাইরে থেকে দেখলে সব ঠিকঠাক, আদর্শ দম্পতি হতে পারতেন তাঁরা। পাত্রের নিজস্ব ব্যবসা, পাত্রী সরকারি চাকরি করেন। বিয়ের সব ঠিক, দু’পক্ষের বাবা মায়ের কথা শেষ, বিয়ের খরচ কোন তরফ কতটা দেবেন তা নিয়েও সহমতে পৌঁছনো গেছে। ঠিক হয়েছে, কোনও মন্দিরে গিয়ে দেবতার সামনে সব কথাবার্তা চূড়ান্ত হবে। আর তখনই নাক গলালেন মোদী। বিয়ের কথা চলতে চলতে শুরু হল দেশের আর্থিক দুরবস্থা নিয়ে আলোচনা। সরকারি চাকুরে ভদ্রমহিলা মোদীর ওপর খাপ্পা, তাঁর বিশ্বাস, প্রধানমন্ত্রীই দেশের যাবতীয় সঙ্কটের জন্য দায়ী কিন্তু ভদ্রলোক কট্টর মোদী ভক্ত। শুরু হল কথা কাটাকাটি, সেখান থেকে তুলকালাম ঝগড়া। দু’জনেই জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী নিয়েই যেখানে মতৈক্য হয় না, তখন এই অসুখী সম্পর্ক বিয়ের পরেও টিকবে না। অতএব যে যার পথ দেখে নেওয়াই ভাল। হতবাক দুই পরিবারের চোখের সামনে এমন একটা সম্পর্ক গড়ে ওঠার আগেই ভেঙে গেল। কথায় বলে, ম্যারেজেস আর মেড ইন হেভেন। কিন্তু চিরকুমার প্রধানমন্ত্রীই যখন অন্যের বিয়ের পথে এভাবে ‘বাধা’ হয়ে দাঁড়ান, তখন লোকে আর সাহস করে বিয়েটা করবেন কী করে!!