গুরুগ্রাম: গাড়ির মধ্যে যৌনতায় মত্ত ছিলেন তরুণ যুগল। সেইজন্যেই তাঁদের গ্রেফতার হতে হল। কারণ, জনসমক্ষে এধরনের অশ্লীল কাজ করা অনুচিত। যুগলকে যৌনতায় মত্ত থাকা অবস্থায় দেখে ফেলে এক প্রতিবেশী। তার অভিযোগের জেরেই গ্রেফতার হতে হল তরুণ যুগলকে।
ঘটনাটি ঘটেছে বুধবার। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে গাড়ির মধ্যে শারীরিক সম্পর্কে আবদ্ধ হন ২৫ বছরের এক তরুণী এবং কুড়ির তরুণ। সেই সময় তাঁদের দেখে ফেলেন এলাকারই এক স্থানীয় বাসিন্দা। ওই প্রতিবেশী গাড়ির মধ্যে থেকে চিতকারের শব্দ পাওয়ায়, যুগলকে সতর্কও করেন। সেই সময় ওই ব্যক্তিকে পাল্টা হুমকি দেন যুগল। এমনকি ওই প্রতিবেশী মহিলার ওড়না টেনে ধরেন তরুণ, তরুণী গালিগালাজ করেন। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই প্রতিবেশী মহিলা। সিভিল লাইন থানায় যুগলের বিরুদ্ধে ৩৫৪এ, ৩৫৪ বি এবং ২৯৪ ধারায় মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত যুগল মদ্যপ ছিলেন, এবং গাড়ির মধ্যে থেকে মদের বোতলও উদ্ধার হয়েছে।
গাড়ির মধ্যে সেক্সে মত্ত যুগল, প্রতিবেশীর অভিযোগে সোজা শ্রীঘরে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2018 07:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -