রোদে লেপ রাখা নিয়ে বচসা, দম্পতিকে গুলি করে খুন প্রতিবেশীর
Web Desk, ABP Ananda | 02 Jan 2017 08:33 AM (IST)
গাজিয়াবাদ: লেপ গরম করার জন্য বারান্দায় রোদে রেখেছিলেন বলবীর গৌতম (৫৫) নামে এক ব্যক্তি। আপত্তি করেন প্রতিবেশী। এই তুচ্ছ ঘটনা নিয়েই শুরু হয় বচসা। এরপর একটি পিস্তল নিয়ে এসে গুলি করে বলবীরকে খুন করেন প্রতিবেশী মনোজ গুপ্ত। এরপর বলবীরের স্ত্রী মনোজকে ইঁট ছুড়ে মারেন। তাঁকেও গুলি করে খুন করেন মনোজ। তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই বলবীর ও তাঁর স্ত্রীর মৃত্যু হয়। নিহত দম্পতির ছেলে মনোজের বিরুদ্ধে তাঁর বাবা-মাকে খুনের অভিযোগ দায়ের করেছেন। এরপরেই গ্রেফতার করা হয়েছে মনোজকে।