তিরুপতি: দু বছর আগে এসে কথা দিয়েছিলেন। বুধবার সেই কথা রাখলেন সচিন তেন্ডুলকর। অন্ধ্র প্রদেশের পুত্তামরজুভরি কান্দ্রিগা গ্রামে বিজয়লক্ষী ও গোপালাইয়ার বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে চা খেলেন ক্রিকেটের কিংবদন্তী তথা রাজ্যসভার সাংসদ। তাঁকে পেয়ে আনন্দে ভেসে গেল ওই পরিবার।


আরও পড়ুন, দত্তক নেওয়া গ্রামকে ‘মলত্যাগমুক্ত’ ঘোষণা, আরও একটি গ্রাম দত্তক নিচ্ছেন সচিন

দু বছর আগে অন্ধ্র প্রদেশের এই গ্রামটি দত্তক নিয়েছেন সচিন। সেবারই প্রথম এখানে এসেছিলেন তিনি। তখন বিজয়লক্ষী ও গোপালাইয়াকে কথা দিয়েছিলেন, পরেরবার এসে তাঁদের বাড়িতে চা পান করবেন। এই দম্পতি ভাবতেও পারেননি, সত্যিই আসবেন সচিন। কিন্তু তিনি এলেন, চা খেলেন এবং বিজয়লক্ষী ও গোপালাইয়ার নববিবাহিত পুত্র ও পুত্রবধূকে আশীর্বাদ করলেন। ট্যুইটে এই পরিবারের লোকেদের সঙ্গে ছবিও দিয়েছেন সচিন।