চেন্নাই: কথায় আছে মানুষ প্রেমে পড়লে অন্ধ হয়ে যায়। তখন তারা স্বাভাবিক জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে। বাবা-মাকেও সেই সময় শত্রু বলে মনে হয়। এবার এমনই এক ঘটনা ঘটল চেন্নাইয়ে। মামাল্লাপুরমের একটি রিসর্টে ২২৫টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক প্রেমিক-প্রেমিকার। মূলত ছেলে ও মেয়েটির পরিবারের লোক কেউ তাঁদের সম্পর্কটা মেনে নেননি। তাই এই মারাত্মক সিদ্ধান্ত নেন তরুণ প্রেমিক-প্রেমিকা। ৩০ বছরের ডি শিবাগুরুনাথন এবং তাঁর ২৩ বছরের বান্ধবী দুজনে মিলে আত্মহত্যার চেষ্টা করেন। ছেলেটির মৃত্যু হয়েছে, মেয়েটি এখন হাসপাতালে বাঁচার জন্যে লড়াই করছেন।
সোমবার দুপুরে রিসর্ট মালিকের সন্দেহ হওয়ায়, হোটেলের কর্মীরা গিয়ে ওই তরুণ-তরুণী যে ঘরে রয়েছেন, ক্রমাগত সেই ঘরের দরজা ধাক্কা দিতে থাকেন। এরপর কোনও রকমে মেয়েটি উঠে গিয়ে দরজা খুলে দিয়ে ঘটনার কথা জানিয়েই ঘরের মাটিতে লুটিয়ে পড়েন।
শিবাগুরুনাথনকে মামাল্লাপুরমের একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিত্রা এখনও চিকিত্সাধীন।
রিসর্টের ওই ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির পরিবারের বেশি আপত্তি থাকায় তাঁরা এই কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হলেন বলেও জানিয়েছেন। ওই দুই তরুণ-তরুণীই টি নগরে একটি নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিলেন। গত তিন বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন।
বিয়েতে মত নেই পরিবারের, ২২৫টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা প্রেমিকের, প্রেমিকার অবস্থা আশঙ্কাজনক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Apr 2017 03:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -