নয়াদিল্লি: ‘আর্ট অফ লিভিং’-খ্যাত শ্রী শ্রী রবিশঙ্করের উত্তর প্রদেশ যাত্রা চলাকালীন তাঁর বিশেষ ট্রেনে বিয়ে করলেন এক যুগল। গোরক্ষপুর ও লখনউয়ের মধ্যে কোনও এক জায়গায় তাঁদের বিয়ে হয়। স্বয়ং রবিশঙ্কর এই বিয়েতে পৌরহিত্য করেন। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘এরকম সাধারণভাবেই বিয়ে করা উচিত প্রত্যেকের। আমি সবার উদ্দেশে এই বার্তাই দিতে চাই, বিয়ে সহজ-সরলভাবে হওয়া উচিত। বিয়ের জন্য ঋণ নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করা উচিত নয়।’



যাঁরা ট্রেনে এভাবে বিয়ে করলেন, তাঁরা হলেন ফার্মাসিস্ট সচিন কুমার ও আয়কর বিভাগের কর্মী জ্যোৎস্না সিংহ পটেল। উত্তর প্রদেশের কৌসম্বির উধানি খুর্দ গ্রামের বাসিন্দা সচিন। তিনি কর্মসূত্রে ভাদোহিতে থাকেন। তাঁরা রবিশঙ্করের সঙ্গেই বিশেষ ট্রেনে সফরসঙ্গী না কি শুধু বিয়ে করার জন্যই ট্রেনে উঠেছিলেন, সেটা জানা যায়নি।

রবিশঙ্করের এক অনুগামী ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী পীযূষ গয়ালকে ট্যাগ করে লিখেছেন, ‘হয়তো ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথম চলন্ত ট্রেনে বিয়ে হল! গুরুদেব শ্রী শ্রীর উপস্থিতিতে বিয়ে করলেন জ্যোৎস্না ও সচিন।’