নয়াদিল্লি: ফের বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের। তাঁর বক্তব্য, প্রকাশ্যে যে সব প্রেমিক-প্রেমিকা অন্তরঙ্গভাবে প্রেম করবেন, তাঁদের জেলে পোরা উচিত। উত্তরপ্রদেশের উনার সাংসদ বলেছেন, 'মোটর সাইকেল বা গাড়ি বা পার্ক, প্রেমিক-প্রেমিকাদের আপত্তিকরভাবে দেখা যায়। তাদের এমনভাবে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা যায় যে মনে হয় ছেলেটি মেয়েটিকে খেয়ে ফেলবে বা মেয়েটি ছেলেটিকে'।
খারাপ কিছু ঘটে যাওযার আগে উপযুক্ত ব্যবস্থা নিয়ে ওই ধরনের প্রেমিক-প্রেমিকাদের জেলে পোরাটাই সমীচিন কাজ হবে। রাজস্থানের ভরতপুরে এই মন্তব্য করেছেন সাক্ষী মহারাজ।
বিজেপির এই ঠোঁটকাটা সাংসদ আরও বলেছেন, এই সব প্রেমিক-প্রেমিকা যুগলের কার্যকলাপের দিকে কেউ নজর দেয় না। কিন্তু যখন ধর্ষণ হয় তখন সবাই পুলিশের ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
উল্লেখ্য, কিছুদিন আগে হরিয়ানার পঞ্চকুল্লায় ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিমের ধর্ষণের মামলায় সাজা ঘোষণার পর বিতর্কিত মন্তব্য করেছিলেন সাক্ষী মহারাজ। ধর্ষক স্বঘোষিত ধর্মগুরুর পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এ ব্যাপারে সাক্ষী মহারাজ বলেছেন, ডেরা প্রধানের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। কিন্তু ভোটের স্বার্থে কিছু রাজনৈতিক নেতা এই সব ভুয়ো গডম্যানদের সহযোগিতা চান।
সাক্ষী মহারাজ বলেছেন, রোহিঙ্গাদের এ দেশে থাকার কোনও অধিকারই নেই।