নয়াদিল্লি: আড়াই বছর আগে এক ড্যানিশ পর্যটককে অপহরণ, লুঠ এবং গণধর্ষণ করার অপরাধে ৫ জনকে দোষী সাব্যস্ত করল আদালত।
সোমবার রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা বিচারক রমেশ কুমার। পাঁচ অভিযুক্ত—মহেন্দ্র ওরফে গাঁজা (২৭), মহম্মদ রাজা (২৩), রাজু (২৪), অর্জুন (২২) এবং রাজু চাক্কা (২৩)-এর বিরুদ্ধে গণধর্ষণ, ডাকাতি, অপহরণ, অন্যায়ভাবে আটকে রাখা এবং অপরাধমূলক অভিসন্ধি সহ বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করা হয়। সাজা ঘোষণা আগামী বৃহস্পতিবার।
২০১৪ সালের ১৪ জানুয়ারি নয়াদিল্লি রেল স্টেশন লাগোয়া ডিভিশনাল রেলওয়ে অফিসার্স ক্লাবের কাছে এক পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ৫২-বছরের ওই মহিলা পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে প্রথমে গণধর্ষণ করে পরে তাঁর সর্বস্ব লুঠ করার অভিযোগ ওঠে ৯ জনের বিরুদ্ধে। গত বছর ফেব্রুয়ারি মাসে মারা যায় ষষ্ঠ অভিযুক্ত ৫৬ বছর বয়সী শ্যামলাল। বাকি তিনজন ‘নাবালক’ হওয়ায় তাদের মামলা জুভেনাইল জাস্টিস বোর্ডে চলছে।
ড্যানিশ পর্যটক গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2016 09:23 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -