নয়াদিল্লি: মহিলার শ্লীলতাহানি, তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেফতার আম আদমি পার্টি(আপ)-র বিধায়ক দীনেশ মোহানিয়ার জামিনের আর্জি খারিজ করে দিল দিল্লির এক আদালত। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।


প্রসঙ্গত, শনিবার তাঁকে জামিন দেননি ডিউটি ম্যাজিস্ট্রেট। আজকের দিন পর্যন্ত তাঁকে তিহার জেলে পাঠান। আজ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ভাবনা কালিয়া জানিয়েছেন, গত দুদিনে পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ২৫ জুনের নির্দেশই বহাল রয়েছে।

উল্লেখ্য, এক মহিলাকে শ্লীলতাহানি ও তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে দিল্লিতে ক্ষমতায় থাকা আপ বিধায়ক মোহানিয়ানির বিরুদ্ধে।
অভিযোগকারিণীর দাবি, তিনি এলাকার জলাভাবের সমস্যা নিয়ে কথা বলতে গিয়েছিলেন দীনেশের কাছে। কিন্তু তাঁকে শ্লীলতাহানি, যৌন নিগ্রহ করেন বিধায়ক, তাঁকে গালাগাল দেন। মোহানিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। গোবিন্দপুরী থানায় তাঁর নামে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ও ৩৪১ ধারায় মামলা রুজু হয়।