অন্তর্বর্তী সুরক্ষা দিল্লির আদালতের, এয়ারসেল ম্যাক্সিস লেনদেন মামলায় ১০ জুলাই পর্যন্ত গ্রেফতার নয় চিদম্বরমকে
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jun 2018 12:59 PM (IST)
নয়াদিল্লি: এয়ারসেল ম্যাক্সিস বেআইনি আর্থিক লেনদেন মামলায় ১০ জুলাই পর্যন্ত গ্রেফতার করা যাবে না পি চিদম্বরমকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে অন্তর্বর্তী সুরক্ষা দিল দিল্লির এক আদালত। এই মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদনের ব্যাপারে বিস্তারিত জবাব পেশ করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আরও সময় চায়। সিনিয়র কৌঁসুলি সোনিয়া মাথুর ও নীতেশ রানা ইডি-র তরফে বলেন, বিস্তারিত জবাব পেশ করতে তাঁদের চার সপ্তাহ সময় প্রয়োজন। তারপরই বিশেষ বিচারক ও পি সাইনি ওই নির্দেশ দেন।
চিদম্বরমের দুই আইনজীবী অভিষেক মনু সিংভি ও পি কে দুবে ১০ জুলাই তাঁর জামিনের আবেদনের শুনানির দিন ধার্য করতে আবেদন করেন। ওইদিন একই মামলায় চিদম্বরমের ছেলে কার্তির জামিনের আবেদনেরও শুনানি।
গত ৩০ মে আগাম জামিনের আর্জি পেশ করে চিদম্বরম সওয়াল করেন, এই মামলায় পেশ হওয়া যাবতীয় প্রমাণ তথ্য নথির আকারে রয়েছে বলে মনে হয়, যা ইতিমধ্যেই সরকারের হাতে রয়েছে, তাঁর কাছে থেকে নতুন করে আর কিছু সংগ্রহ করার নেই।
১০ জুলাই পর্যন্ত তাঁর ছেলে কার্তিকেও টুজি স্পেকট্রাম মামলা থেকে উদ্ভূত এয়ারসেল-ম্যাক্সিস সংক্রান্ত ২০১১ ও ২০১২-র দুটি মামলায় গ্রেফতারি থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে আদালত।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -